Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1kখােলা বাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৭: বেসরকারি চ্যানেল এসএ টিভির মালিক সালাউদ্দিন আহমেদ ও উপস্থাপক ফয়সাল আল মাহমুদের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন এক আইনজীবী।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আবু সাঈদের আদালতে মামলাটি করেন ঢাকা বারের আইনজীবী বাহালুল আলম বাহার।
মামলা দায়েরের পর বাদী আদালতে জবানবন্দি দেন। বিচারক এ-সংক্রান্ত আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।
বাদী বাহালুল আলম বিষয়টি জানিয়েছেন।
মামলার আরজিতে দাবি করা হয়, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে নিয়ে ৬ ফেব্র“য়ারি রাত ১১টা ৪৭ মিনিটে ‘লেট এডিশন’ অনুষ্ঠানে উপস্থাপক ফয়সাল আল মাহমুদ কটূক্তি করেন। তিনি সিইসিকে ‘গোপাল’ বলে আখ্যা দেন।
এ ছাড়া উপস্থাপক বলেন, ‘এই গোপালদের নিয়ে কি খুলবে জাতির কপাল?’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা খালেদ মাহমুদ চৌধুরী ও বিএনপি নেতা শামসুজ্জামান দুদু।
আরজিতে আরো উল্লেখ করা হয়, উল্লিখিত মন্তব্যে অপমান বোধ করায় বাদী একজন নাগরিক হিসেবে দণ্ডবিধির ৫০৫/৫০৫ (খ)/৫০০ ধারায় এ মামলা করেছেন। মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে।