Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : দুর্নীতি দমনে সহায়তা চেয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চিঠিতে সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবি আই)।
যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থাটি এক ইমেইলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদকে জানিয়েছে, তারা বাংলাদেশে দুর্নীতি দমনে একসঙ্গে কাজ করতে আগ্রহী।
কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল বলেন, “দুর্নীতি দমনে সহায়তা চেয়ে কিছুদিন আগে আমরা এফবি আইকে একটি চিঠি পাঠিয়েছিলাম; এর প্রেক্ষিতে এফবি আই সম্প্রতি এক চিঠিতে কমিশনের সঙ্গে কাজ করতে এবং সহায়তা প্রদান করতে আগ্রহ প্রকাশ করেছে।”
দুদকের চিঠিতে এফবি আইয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেওয়া হয়েছিল। ফিরতি চিঠিতে এফবি আই এ নিয়ে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছে।
দুদক সচিব জানান, দুর্নীতি সংক্রান্ত তথ্য ও চর্চার আদান-প্রদান, যৌথ কার্যক্রম, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরে আরও কয়েকটি দেশকে প্রস্তাব পাঠিয়েছেন তারা।
“ইন্দোনেশিয়া, ভারত, সিঙ্গাপুর, হংকং, ভুটান, রাশিয়া, অস্ট্রিয়া ও মঙ্গোলিয়ার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে। কয়েকটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাজ চলছে।”
এর ধারাবাহিকতায় জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের ৪৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দুদক এফবি আইয়ের সঙ্গে সমঝোতা চুক্তির প্রস্তাব দেয় বলে জানান সচিব।
৪৮ অনুচ্ছেদে বলা হয়েছে, সদস্য দেশগুলো দুর্নীতি প্রতিরোধে দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় চুক্তি করতে পারে অথবা সরাসরি সহায়তার জন্য আইন-শৃঙ্খলা বাস্তবায়কারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারে।
দুদকের চিঠি পাওয়ার পর এফবি আই এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে জানিয়ে মোস্তফা বলেন, “ফিরতি চিঠিতে তারা সমঝোতা স্মারকের বিষয়ে তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। দূতাবাসের কর্মকর্তারা স্মারক নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে চিঠিতে জানানো হয়েছে।”
সচিব জানান, যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে এরইমধ্েয তারা যোগাযোগ করেছেন এবং চুক্তির একটি খসড়া তৈরি করে এফবি আইকে পাঠিয়েছেন।
“দূতাবাসের সঙ্গে আমরা আলোচনা করছি, আশা করি শিগগিরই সমঝোতায় স্বাক্ষর করা সম্ভব হবে।