খােলা বাজার২৪, রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ : রাজধানীর গাবতলী গরুর হাটে ইজারাদারের অত্যাচার, অতিরিক্ত খাজনা আদায়সহ মাংস ব্যবসায়ীদের ওপর নির্যাতনের প্রতিবাদে ছয় দিনে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। সোমবার থেকে শনিবার পর্যন্ত ঢাকা মহানগরীর সব মাংসের দোকান বন্ধ থাকবে।
রবিবার জাতীর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।
মাংস ব্যবসায়ীরা বলছেন, আগামী ছয় দিনের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য সারাদেশের মাংসের দোকান বন্ধ রাখা হবে।
বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল ইসলাম অভিযোগ করেন, সীমান্ত থেকে গরুর হাট পর্যন্ত ২০ থেকে ৩০ হাজার টাকা গরু প্রতি চাঁদাবাজি হচ্ছে। সরকারের আদেশ অমান্য করে অতিরিক্ত খাজনা আদায় করা হয়।
সমাবেশে বাংলাদেশ মাংস ব্যাসায়ী সমিতির সভাপতি আব্দুল বারেকসহ রাজধানীর মাংস ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।