খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭: ভারতের বিপক্ষে হায়দারাবাদ টেস্ট শেষে র্যাংকিংয়ের তালিকায় নতুন কিছু। বিশ্বের এক নম্বর ভারত। এই দলের বিপক্ষে লড়েছে বাংলাদেশ। এরখানে ১ রেটিং হারিয়েছে বাংলাদেশ। তবে ৬১ রেটিং নিয়ে র্যাংকিং এর নবম স্থানেই রয়েছে টাইগাররা।
সিরিজের একমাত্র টেস্ট ২০৮ রানে জিতে মাত্র ১ রেটিং বাড়িয়ে নিতে পেরেছে শীর্ষস্থানে থাকা ভারত। তাদের বর্তমান রেটিং এখন ১২১।
ভারতের পরই র্যাংকিং তালিকার দ্বিতীয়স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয়স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। এরপর চতুর্থ থেকে অষ্টম পর্যন্ত তালিকায় আছে যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান এখন গিয়ে দাড়াঁলো ৮ এ। বাসস।
আইসিসি টেস্ট র্যাংকিং :
র্যাংকিং দল রেটিং
১ ভারত ১২১
২ অস্ট্রেলিয়া ১০৯
৩ দক্ষিণ আফ্রিকা ১০৭
৪ ইংল্যান্ড ১০১
৫ নিউজিল্যান্ড ৯৮
৬ পাকিস্তান ৯৭
৭ শ্রীলংকা ৯২
৮ ওয়েস্ট ইন্ডিজ ৬৯
৯ বাংলাদেশ ৬১
১০ জিম্বাবুয়ে ০৫