Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

AHM-Mustafa-Kamal-খােলা বাজার২৪, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশ থেকে প্রতি বছর প্রায় ১ দশমিক ৭৪ শতাংশ হারে দারিদ্র্য কমে আসছে। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নর উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের বিভিন্ন ধরনের দরিদ্রবান্ধব কর্মসূচি কারণে প্রায় ১ দশমিক ৭৪ শতাংশ হারে দেশে থেকে দারিদ্র্য সংখ্যা কমে আসছে। আশা করা যায় আগামী ২০৩০ সালের মধ্যে এই হার শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে।

মুস্তফা কামাল আরো বলেন, ‘সরকারের নানামুখি পদক্ষেপের ফলে দারিদ্র্য হার প্রত্যাশিত মাত্রায় কমছে। সরকার দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, দারিদ্র্য কমিয়ে আনার জন্য গুরুত্বারোপ করেছে। এ লক্ষ্যে ধারবাহিকভাবে উন্নয়ন বাজেটে সরকারি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণসহ নানা কর্মসূচি গৃহীত হয়েছে।’
সংসদে অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, আগামী ২০২১ সালে নতুন করে আদমশুমারি করার পরিকল্পনা রয়েছে সরকারের। সর্বশেষ আদমশুমারি ২০১১ সালের ১৫ থেকে ১৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ শুমারিতে দেশে মোট জনসংখ্যা ছিলো ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন।