Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০১৭: 31তথ্যমন্ত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণহত্যা, জঙ্গিবাদ ও বর্বরতার জন্য পাকিস্তানকে একঘরে করে দেওয়া উচিত।
আজ শুক্রবার সকালে রাজধানীর নায়েম মিলনায়তনে ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক ত্রয়োদশ আন্তর্জাতিক সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী জানান, সঠিক ইতিহাস রক্ষায় খুব শিগগির বাংলাদেশে মুক্তিযুদ্ধের আর্কাইভ গঠন করা হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে ভারতের প্রায় আট হাজার লোক শহীদ হয়েছিলেন। তাদের পরিবারের সদস্যদের কাছে সরকার সম্মাননা সনদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
‘যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে, তাদের জন্য কোনো স্মৃতিসৌধ নাই। মুক্তিযুদ্ধের একটা জাদুঘর, আর্কাইভ নাই। আমি দায়িত্বের সঙ্গে বলছি, এটা অত্যন্ত যুক্তিযুক্ত প্রস্তাব। মুক্তিযুদ্ধের আর্কাইভ ইনশাল্লাহ আমরা গঠন করব’, বলেন ইনু।
ইনু বলেন, বাংলাদেশে এখনো সাম্প্রদায়িকতার বীজ আছে। তা প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে।