খােলা বাজার২৪, রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭: জার্মানিতে দুই দিনের নিরাপত্তা সম্মেলন শেষে দেশের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। আবুধাবিতে ছয় ঘণ্টা যাত্রাবিরতি করে রোববার রাতে ঢাকা পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
স্থানীয় সময় শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত পৌনে ৩টা) মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে শুক্রবার ভোরে জার্মানির মিউনিখে পৌঁছান শেখ হাসিনা। ওই দিন বিকালে সিকিউরিটি কনফারেন্সের ৫৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।
বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ সাড়ে চারশ প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন। বর্তমান বিশ্বে নিরাপত্তা আলোচনার সেরা ‘থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স’ হিসেবে বিবেচিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা এই সম্মেলনে যোগ দিলেন।
সফরে প্রধানমন্ত্রী শনিবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এদিন সিকিউরিটি কনফারেন্সের একটি প্যানেল আলোচনায়ও অংশ নেন তিনি। সফরের প্রথম দিন জার্মান আওয়ামী লীগ আয়োজিত ইউরোপ প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।