খােলা বাজার২৪, রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় প্রান্ত কুমার নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১ টায় পৌরএলাকার আদর্শ পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার প্রদীপ কুমারের ছেলে এবং আব্দুল হাই বিদ্যা নিকেতনের প্লে শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রোববার সকালে স্কুল ছুটি হলে প্রান্ত বাড়ির দিকে যাচ্ছিল। এসময় রাস্তা পার হতে ধরলে একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে জোড়ে ধাক্কা লাগে তার। এতে প্রান্ত মারাত্বকভাবে আহত হয়। পরে স্থানীয়রা প্রান্তকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রান্তকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করে। তবে মোটরাইকেলের চালক পালিয়ে গেছে।
আব্দুল হাই বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আজ স্কুলে বার্ষিক খেলাধুলার অনুষ্ঠান শেষে প্রান্ত সড়ক দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। সড়ক পারাপার হতে ধরে সে দুর্ঘটনার শিকার হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।