Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, রবিবা , ১৯ ফেব্রুয়ারি ২০১৭: 62পিকেএসএফ ও পল্লীশ্রীর যৌথ অর্থায়নে গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালে পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারী ২০১৭ দুই দিনব্যাপী পিকেএসএফ ও পল্লীশ্রীর যৌথ অর্থায়নে গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালে পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু ক্যাম্পের আওতায় বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের ৩৫ জন রোগী সেবা গ্রহন করে। এদের মধ্যে ১৫ জন রোগীর চোখের ছানী অপারেশন সম্পন্ন করা হয় এবং বাকী ২০ জন রোগী ব্যবস্থা পত্রের মাধ্যমে সেবা গ্রহন করেন। রোগীদের অপারেশন করেন জনাব ডাঃ আনসার আলী, কনসালটেন্ট, দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল। চক্ষু ক্যাম্পটি পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদান করে গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল।