খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : রংপুরে তামাকের বিকল্প ফসল চাষের দাবিতে মানববন্ধন করেছে বেসরকারী সংস্থা এসিডি। সোমবার রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, তামাক নিয়ন্ত্রন কোয়ালিশনের ফোকাল পারসন সুশান্ত ভৌমিক, এসিডি’র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান মিঠু,কমিউনিটি মোবিলাইজার তৌফিকুল ইসলাম,মুজাহিদুল ইসলাম বিজয়, ফয়সাল আহম্মেদ প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন,আগামী প্রজন্মকে ধূমপানের ক্ষতি থেকে বাঁচাতে তামাক নিয়ন্ত্রন কোয়ালিশনের পক্ষে রংপুরে মানব বন্ধন অনুষ্ঠিত। ধূমপান ও তামাকের ক্ষতিকারক প্রভাবে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে প্রতি বছর ৯৫ হাজার মানুষ তামাক জনিত বিভিন্ন রোগে ভূগে মৃত্যুবরণ করেন। এ ছারা ৩ লক্ষ ৮২ হাজার পঙ্গুত্ববরণ করে, ৪ লক্ষ মানুষ তামাক ব্যববহারের কারনে দুরারোগ্য নানা ব্যাধিতে ভূগে। বর্তমানে নিঃসন্দেহে এ সংখ্যা আরো বেশি।এ ছারা তামাকের ধোঁয়ার কারনে ৪ কোটি ২০ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হয়। বলেন, আগামী প্রজন্মকে ধূমপানের হাত থেকে রক্ষা করতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ জন্য তামাক চাষ নিরাুৎসাহিত করা এবং তামাকের বিকল্প চাষের আহবান জানান। এছাড়া বক্তরা বলেন, তামাক চাষে কম্পানিগুলোর প্রলোভন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান ।