খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের পার্শ্বে সওজ’র রাস্তার দু’পাশের যানজটমুক্ত নিরসনের লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে। এছাড়া রাস্তার উভয় পার্শ্বের অবৈধ স্থাপনা নির্মাণ করে বিভিন্ন ধরণের দোকান দিয়ে ফুটপাট দখল করে রেখেছিল। উক্ত ফুটপাত মুক্ত করার জন্য ভ্রাম্যমান আদালত আজ দুপুরে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। পাশাপাশি রাস্তার উপরে পরিবহন পার্কিং করা নিষেধ করে। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.জেড.এম. শরীফ হোসেন। ওই সময় ঝিনাইগাতী পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলায় নিয়োজিত ছিল। উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের সওজ’র রাস্তার দু’পাশের দীর্ঘতম দোকান-পাঠ গড়ে উঠেছে। এই সমস্ত দোকানের সামনে সওজ’র জায়গা গুলিতে অবৈধ স্থাপনা থাকার কারণে সাধারণ পথচারীরা যাতায়াত করতে নানা সমস্যার সম্মুক্ষিন হত। বর্তমানে ফুটপাত মুক্ত হওয়াতের সাধারণ জনগনের যাতায়াতের পথ অনেকটা সুগম হলো। এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ পার্কিংয়ের দায়ে বিভিন্ন অংকের টাকা জরিমানা আদায় করা হয়।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম শরীফ হোসেন জানান, ঝিনাইগাতী উপজেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যানজট মুক্ত রাখার লক্ষ্যে ওই অভিযান পরিচালনা করা হয়।