খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন নারী নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে উপজেলার সোনাপাহাড় মস্তান নগর (বাইপাস সড়ক) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন কাশিনগর গ্রামের পেয়ারা বেগম (৬৫), সাজেদা বেগম (৪৫) ও পেয়ারা আক্তার (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, মাস্তননগর রহমানি দরবার শরিফের ওরস শেষে রাস্তা পার হওয়ার সময় রাত আনুমানিক দেড়টার দিকে অজ্ঞাত একটি গাড়ি এসে তাদের চাপা দেয়।মধ্যরাতে ঘটনাস্থলে কেউ না থাকায় গাড়িটি কেউ শনাক্ত করতে পারেনি। ফলে গাড়ি বা চালককে আটক করা সম্ভব হয়নি।তবে সম্ভবত ১০ চাকার গাড়ি তাদের চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই মারা যান তিন নারী।
স্বজনদের অনুরোধে আজ সোমবার সকালে নিহতদের লাশ হস্তান্তর করা হয়।