খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : গাইবান্ধা ফুলছড়ি উপজেলায় অতিদরিদ্রের জন্য কর্মসৃজন কর্মসূচির তালিকা থেকে নাম কর্তনের কারণে বঞ্চিত শ্রমিকরা তাদের নাম বহাল রাখার দাবীতে গাইবান্ধা-বালাসী সড়কে সোমবার ঘন্টাব্যাপী মানববন্ধন হয়ছে।ে মানববন্ধনে কঞ্চিপাড়া ইউনিয়নের বিগত সময়ের তালিকাভুক্ত দুই শতাধিক নারী ও পুরুষ শ্রমিকরা অংশ নয়ে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক মুন্না, সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, শফিউল ইসলাম সাজু, লিটন মিয়া, সোলায়মান শহীদ, আবদুল খালেক, হাবিবুর রহমান হিরু, কর্মসৃজন কর্মসূচির শ্রমিক হাফিজুর রহমান, হারুন মিয়া, ফরিদ হোসেন, লাভলী বেগম, অমিছা বেগম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলনে, ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের তালিকা থেকে নাম কর্তনের কোন নিয়ম নাই। কিন্তু কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা কর্মসৃজন কর্মসূচির তালিকাভূক্ত শ্রমিকদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করে। তাদের দাবীকৃত টাকা না দেয়ায় নিয়মবহির্ভূতভাবে কর্মসূচির তালিকা থেকে শ্রমিকদের নাম কর্তন করা হয়েছে। বক্তারা অবিলম্বে পুরাতন শ্রমিকদের নাম পুনর্বহাল করে কর্মসৃজন কর্মসুচির কাজ শুরু করার দাবী জানান।