খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭ : যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুরে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক, পুুলিশ সুপার ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড,আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টি,জেলা পরিষদ,শরীয়তপুর পৗরসভাসহ বিভিন্ন সামাজিক সংগঠন একে একে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকালে প্রভাত ফেরীর আয়োজন করা হয়। বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।