খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭ : মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে হাজারো জনতা ফুলে ফুলে ভরিয়ে দিল নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা এক মিনিটে জেলা শহর মাইজদী কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, আইনজীবী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, জেলা আওয়ামীলীগ ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, জেলা পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ।
এরপর নোয়াখালী প্রেসক্লাবের পক্ষে মেসবাহ উল হক মিঠু, সামছুল হাসান মীরন, ফুয়াদ হোসেন ,আবু নাছের মঞ্জু, জেলা বিএনপির সভাপতি এডভোকেট আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাসদ, জাসদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পন করেন।
এসময় আরো পুষ্পমাল্য অর্পন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মাহে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি.কে.এম এনামুল করিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল ইসলাম প্রমুখ।