খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭: মনোহরদীতে অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাত ১২টা ১ মিনিটে স্থানীয় সংসদ সদস্য এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মনোহরদী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহিদউল্লাহ নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষে পু®পস্তবক অর্পণ করেন।
এ ছাড়াও মনোহরদী থানা পুলিশ প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাইফুল ইসলাম ফরাজি,উপজেলা আওয়ামীলীগের পক্ষে এড.মু.ফজলুল হক ও জেড এম জি গোলাম সাক্লাইন স্বপন, মুক্তিযোদ্বাদের পক্ষে মতিউর রহমান তারা ও ডেপুটি কমান্ডার আশরাফুল ইসলাম, মনোহরদী পৌরসভার পক্ষে মেয়র মো.আমিনুর রশিদ সুজন, ও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,মুক্তিযোদ্বা সংসদ, বিএনপি, জাতীয় পার্টি, মনোহরদী প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মীনারে ফুল দিয়ে শ্রদ্বা জানায়।
ভোরে প্রভাত ফেরি,সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমীত,শহীদদের আতœার মাগফেরাত ও শান্তি কামনায় সকল মসজিদ,মন্দির,ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ দিকে প্রভাত ফেরি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।