খােলা বাজার২৪, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭: জাতীয় যুব সংহতি নড়াইল জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নড়াইল শহরের খন্দকার ভবনে মুস্তাফিজুর রহমান মুক্তোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফকরুল আহসান শাহজাদা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিয়া আলমগীর, কেন্দ্রীয় কমিটির যুগ্ম তথ্য ও গবেষণা সম্পাদক সুমন আশরাফ, নড়াইল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাডঃ ফায়েকুজ্জামান ফিরোজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী শহিদুল ইসলাম, মোঃ আবুল হাসান চঞ্চল, মোঃ হাদিয়ার রহমান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সব কটি আসনে এককভাবে নির্বাচন করবে। আর তাই তৃণমূল থেকেই এখন কমিটি পুনঃ গঠন প্রক্রিয়া চলছে। মাঠ পর্যায়ে সাংগঠনিকভাবে সংগঠনকে শক্তিশালী করতে পারলে আগামী নির্বাচনে কোনদলই জাতীয় পার্টিকে আঙ্গুল উচিয়ে কথা বলতে পারবে না। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ দেশের কৃষক-শ্রমিক মেহনতি মানুষের নেতা হিসাবে সাধারণ মানুষের পাশে থাকবে। আলোচনার ভিত্তিতে নতুন যোগ্য কমিটি গঠন করা হবে বলে অতিথিরা জানান। জাতীয় যুব সংহতি নড়াইল জেলা শাখা অনুষ্ঠানের আয়োজন করে।