Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭:  31: দিনাজপুরের ঘোড়াঘাটে ফরেস্টের জায়গা বিক্রি করে বসানো হচ্ছে শত শত বাড়ী বন ভূমি বিলুপ্তির পথে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার পৌর সাহেবগঞ্জ এলাকায় তৎকালীন সরকার প্রায় ১৫০ একর জমি বন ভূমি হিসেবে চিহিৃত করে। সেই থেকে এ পর্যন্ত ওই ফরেষ্ট বন ভূমির দায়িত্বে থাকা অফিসাররা দালালের মাধ্যমে ৪০/৫০ হাজার টাকার বিনিময়ে ফরেস্টের জায়গায় ২০/৩০ টি করে বাড়ী বসাতে থাকে। এর ধারাবাহিকতায় ওই সরকারি ফরেষ্ট বন ভূমির জায়গায় বর্তমানে ৫ হাজারেরও বেশী বাড়ী বসানো লক্ষ্য করা গেছে। কে উদ্ধার করবেন সরকারি ফরেষ্ট বন বিভাগের জায়গা? কেউ বা আরারো লাাগাবেন বন। বেড়ায় ক্ষেত খাওয়ার মত ঘটনা ঘটছে। এ ব্যাপারে বর্তমানে ঘোড়াঘাট পৌর সাহেবগঞ্জ ফরেষ্ট বন বিভাগের দায়িত্বে থাকা অফিসার শাহজাহান আলীর সঙ্গে কথা বললে সে জানান, কেউ যদি রাতের আধারে ফরেষ্ট বন বিভাগের জায়গায় বাড়ী করে আমরা কি রাতে লাঠি নিয়ে বসে থাকবো? তবে হ্যাঁ কেউ যদি সরকারি ফরেষ্ট বন বিভাগের জায়গায় বাড়ী করে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে সে জানান। এ ব্যাপারে এলাকাবাসী ঘোড়াঘাট পৌর সাহেবগঞ্জ ফরেষ্ট বন বিভাগের জায়গা রক্ষার্থে উর্দ্ধতন কর্মকর্তার সরেজমিনে তদন্ত পূর্বক প্রয়োজন ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।