Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭:  44দৈনিক সমকালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ও সাংবাদিক আসাদের উপর হামলার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানবন্ধন, সাংবাদিক সমাবেশ ও স্মারকলিপি পেশ কর্মসুচি পালিত হয়েছে।

ঠাকুরগাঁও সাংবাদিক সমাজের ব্যানারে ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এসব কর্মসূিচ পালন করা হয়।

মানব বন্ধনে রাজনীতিক, সমাজকর্মী, সাহিত্যিক, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষেরা অংশ নেন।

ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে সাংবাদিক সমাবেশে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, জেলা সিপিবি’র সভাপতি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি আখতার হোসেন রাজা, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের পরিচালক ও সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা মামুনুর রশিদ মামুন, জেলা ওয়াাকার্সপার্টির নেতা, বিশিস্ট আইনজীবি অ্যাড. ইমরান হোসেন চৌধুরি, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুলইসলাম প্রবাল চৌধুরি, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবররহমান শেখ প্রমুখ।

বক্তারা দৈনিক সমকালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ও সাংবাদিক আসাদের উপর হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। এসময় তারা এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিও জানান। বক্তারা সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এসব বন্ধ করতে সরকারের দৃষ্টি কামনা করেন।