Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: ইএসপিএন-ক্রিকইনফো ২০১৬ সালের টি২০ ফরম্যাটে বর্ষসেরা বোলার নির্বাচিত হয়েছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমান। শুক্রবার রাতে এ ঘোষণা দেয়া হয়। এই বিস্ময় বোলার ২০১৫ সালের ইএসপিএন-ক্রিকইনফো বর্ষসেরা অভিষিক্তের পুরস্কারও জিতেছিলেন।
মোস্তাফিজুর রহমান গত টি২০ বিশ্বকাপে ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রান খরচে ৫ উইকেট তুলে নেন। অবশ্য ১৪৫ রান তাড়া করতে নেমে এদিন ৭০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ যা টি২০তে তাদের সর্বনিম্ন।
এদিকে ইএসপিএন-ক্রিকইনফোর ২০১৬ সালের বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।