Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6kখােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি পিকনিকের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আটজন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর হারবাং গোয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মাইক্রোচালক আমির হোসেন (৩৫) ঢাকার বাসাবো এলাকার আইয়াস আলীর ছেলে, সাথি (২৫) কুমিল্লার হোমনার স্বপন মিয়ার স্ত্রী, সুমি (২৭) কুমিল্লার নোয়াপাড়ার বাপ্পির স্ত্রী, অজ্ঞাত (৪০)।
ছিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ি এএসআই নুরুল ইসলাম জানান, শুক্রবার রাতে পিকনিকের মাইক্রোবাসটি ঢাকার বাসাবো এলাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। শনিবার সকালে পথের ওই এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারীসহ চারজন নিহত হন। এসময় আহত হয়েছেন আটজন।
আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দুইজনের অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।