খােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: বাগেরহাটে সড়ক দূঘটনায় সাংবাদিক শামছুর রহমান গুরুত্বর আহাত। শনিবার দুপুরে বাগেরহাট থেকে রামপাল যাওয়ার পথে সদর উপজেলার কাশেমপুর বাজারে পৌছালে তার মটর সাইকেলটি সামনে একটি কুকুর এসে পড়ে সে তখন নিয়ন্ত্রন হারিয়ে কুকুরের গায়ে উঠে যাওয়ায় এদূঘটনা ঘটে।এসময় তার দুই পায়ের হাটুতে গুরুত্বর জখম হয় এবং তার শরিলের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এসময় স্থানিয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সে বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
তার এই দূঘটনার সংবাদ শুনে তার সহকর্মীরা সাথে সাথে হাসপাতালে ছুটেযান এবং চিকিৎকদের কাছে তার চিকিৎসার খোজ খবর নেন। উপস্থিত সাংবাদিকরা তার আশু সুস্থতা কামনা করেছেন।