Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: 67রামপাল উপজেলার পেড়িখালী সিকিরডাঙ্গা আবাসিক এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি ঘর ভস্মিভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ঠ সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে মংলা পোর্ট ফায়ার সার্ভিস ও ইপিজেড ফায়ার সার্ভিস এসে পৌছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭ টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এক ব্রাকের ১০ টি পরিবার এতে সর্বাস্বান্ত হয়ে গেছে। ্ উক্ত পরিবার গুলোর সদস্যদের গায়ে থাকা বস্ত্র ছাড়া সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন করেন এবং তাৎক্ষনিক ভাবে কিছু কম্বল বিতরন করেন। স্থানীয় জন ইউপি সদস্য শেখ মহিতুর রহমান, এসএম আলমগীর হোসেন, সাবেক মেম্বর একরামুল কবীর কচিসহ স্থানীয় জন প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।