খােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরাতে প্রক্রিয়া চলছে- বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম। তিনি বলেন, ‘নূর চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা কাজ করছি। কানাডা সরকার নূরকে বহিষ্কার করে বাংলাদেশে পাঠালে তা দ্বিপাক্ষিক সম্পর্কে যুগান্তকারী সাফল্য হিসেবে বিবেচিত হবে।’
শনিবার রাজধানীর একটি হোটেলে কানাডা-বাংলাদেশ সম্পর্কের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর এই আত্মস্বীকৃত খুনি অনেকদিন ধরেই কানাডায় পালিয়ে আছেন। বাংলাদেশ বেশ কয়েকবার তাকে ফেরত চাইলেও, আইনের দোহাই দিয়ে কানাডা তা করতে রাজি হচ্ছে না। দেশটির আইন অনুযায়ী, কোনো আশ্রিত অভিবাসী নিজ দেশে মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকলে তাকে ফেরত দেওয়ার সুযোগ নেই।’
প্রতিমন্ত্রী বলেন, ‘গত বছর কানাডা সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, কানাডা নূর চৌধুরীর প্রত্যাবসনের বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে। এই সফরেই বাংলাদেশ ও কানাডার সম্পর্কে নতুন উদ্যম সৃষ্টি করেছে।’
আলোচনা সভায় প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বাংলাদেশে কানাডার হাইকমিশনার বেনোয়া পিয়েরে ল্যাঘামে উপস্থিত ছিলেন।