Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭: 33 কক্সবাজারের উপকুলীয় উপজেলা পেকুয়ায় একটি বাড়ি একটি খামার-বদলে দিন তোমার আমার শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশাল প্রচার সমাবেশ ২০১৭ অনুষ্টিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারী বিকেল রবিবার বিকালে ৫টায় উপজেলার সদরে চৌমুহুনীস্থ জিয়াউর রহমান কলেজ মাঠে বিশাল এ সমাবেশ অনুষ্টিত হয় ।
এ সমাবেশে মুখ্য আলোচকের বক্তব্যে সুচিন্তা বাংলাদেশের আহবায়ক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড.এআরাফাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের খেটে খাওয়া হতদরিদ্র মানুষের চিন্তা করে। ঘর-ভিটে ছাড়া মানুষকে ভিটেসহ ঘর দিচ্ছে। স্বাবলম্বী করে তুলতে পরিশ্রমীদের সহজ শর্তে ঋণ দিচ্ছে।এই ঋণ পেয়ে হাজার হাজার পরিবার স্বপ্ন পূরণ করছে।সেই স্বপ্নের ঠিকানার প্রচার করতেই আজকের সমাবেশ। সাধারণ মানুষ এই দেশের মালিক। মালিক হিসেবে তাদের জানতে হবে দেশ পরিচালনায় কে থাকলে জনগণের উপকার হয়। তাই সঠিক নেতৃত্ব বাছাই করে নিজের মূল্যবান ভোট প্রদান করতেই শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে এই প্রচার সমাবেশ।
শেখ হাসিনার উপহার ‘একটি বাড়ি একটি খামার-বদলাবে দিন তোমার আমার’ শ্লোগানকে সামনের রেখে প্রচার সমাবেশের সভাপতি সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়ক ড.মো.আশরাফুল ইসলাম সজীবের সভাপিতত্বে এবং পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কপিল উদ্দিন বাহাদুরের পরিচালনায় অনুষ্টিত প্রচার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রানালয় পল্লীউন্নয়ন ও সমবায় বিভাগ এর সচিব ড.প্রশান্ত কুমার রায় ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলা। দেশের মানুষ যাতে দু’মুঠো ভাত, মোটা কাপড় পড়তে পারে। কিন্তু কিছু দেশদ্রোহী ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশকে পিছনের দিকে ঠেলে দেয়। পরবর্তীতে তারই কন্যা শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুচিন্তা বাংলাদেশের দপ্তর সম্পাদক তারেক সুমি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, চকরিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠু, উপকারভোগী মোঃ তাজুল উদ্দিন, তাসলিমা খানম লিনা প্রমুখ।
এ সময় কক্সবাজার জেলা, চকরিয়া উপজেলা, পেকুয়া উপজেলা আ.লীগ ও সহযোগি সংগঠনসহ সুচিন্তা বাংলাদেশের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।