Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭: 64নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মঞ্জুরুল ইসলাম রতন (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তার কাছ থেকে একটি শুটারগান, একটি ১২বোর শর্টগানের গুলি, একটি পাইপগান, দু’টি রামদা ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মহেশপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মঞ্জুরুল ইসলাম রতন ওই গ্রামের বাসিন্দা।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে মহেশপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় মঞ্জুরুল ইসলামের ঘরে অভিযান চালিয়ে একটি শুটারগান, একটি ১২ বোর শর্টগানের গুলি, একটি পাইপগান, দু’টি রামদা ও একটি চায়না চাকু’সহ তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের একটি মামলা রয়েছে।