Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ১ মার্চ ২০১৭ : 67বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে বিসিবি নর্থ জোনের কাছে ইনিংস ও ৮৫ রানে হার দেখলো শিরোপাধারী সেন্ট্রাল জোন।
বুধবার সিলেট মাঠে আগের দিনের ২২৯/৮ সংগ্রহ নিয়ে খেলতে নামে তারা। আর ম্যাচের চতুর্থ দিনের প্রথম সেশনেই দলীয় ২৭১ রানে গুঁড়িয়ে যায় তাদের ইনিংস। ব্যক্তিগত ৪৫ রানে অপরাজিত থাকেন সেন্ট্রাল জোনের ১০ নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ শরীফ। দ্বিতীয় ইনিংসে নর্থ জোনের বল হাতে ১৭ ওভারের স্পেলে ৪৭ রানে চার উইকেট নেন পেসার আলাউদ্দিন বাবু।

বাঁ-হাতি স্পি৫নার সানজামুল ইসলাম নেন তিন উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেটের কৃতিত্ব দেখান সানজামুল। আসরের পঞ্চম রাউন্ড শেষে ১৯ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে রইলো তালিকার শীর্ষ দল বিসিবি নর্থ জোন। এবারের বিসিএলে এক ম্যাচ বাকি রেখে ওয়ালটন সেন্ট্রাল জোনের সংগ্রহ ৯ পয়েন্ট।
সিলেট মাঠে টস জিতে ফিল্ডিং বেছে নেন বিসিবি নর্থ জোন অধিনায়ক জহুরুল ইসলাম। আর ১৮১ রানে গুঁড়িয়ে যায় সেন্ট্রাল জোনের প্রথম ইনিংস। জবাবে নাঈম ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও ধীমান ঘোষের তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে নর্থ জোনের সংগ্রহ পৌঁছে ৫৩৭-এ।
নাঈম ১৪২, শান্ত ১২৩, ধীমানের ১১৩ রানের উপরই ভর করে চ্যাম্পিয়ন হয় নর্থ জোন। ৪৩ ওভারের দীর্ঘ স্পেলে ১২৫ রানে তিন উইকেট নেন সেন্ট্রাল জোন অধিনায়ক বাঁ-হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল।