Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ৪ মার্চ ২০১৭:  34ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অতিথি পাখির সমারোহ। সচরাচর অতিথি পাখির আগমন ঘটে শীতের শুরুতে। শীত চলেগেলেও বসন্তে দেখা মেললো সেই অতিথি পাখির । বন্যপ্রাণী প্রকৃতির অলংকার এবং তরুণরাও পরিবর্তনের কান্ডারী। প্রায় ১ হাজার বালিহাঁস নামক পাখির কলোকাকলিতে মুখোরিত উপজেলার উত্তরগাঁও এলাকার কুলিক নদীর তীরে বিরলপ্রকৃতির একটি শিমুল গাছে।
দেখে যেন মনে হয় শীত আসছে, আর অতিথি পাখিও আসছে। বসন্তের শুরুতেই এমন অতিথি পাখি দেখতে পাওয়াটা শুভাগ্যের । বিরলপ্রকৃতির শিমুলগাছটিতে ফুলের সাথে মিশে আছে অতিথি পাখিরা। শিমূল গাছটি উপজেলা থেকে দক্ষিনে প্রায় ২কিঃ দুরে, পাকা রাস্তা থেকে প্রায় ৫শ’গজ পূর্বদিকে কুলিক নদীর তীরে অবস্থিত। বিভিন্ন এলাকা থেকে সাংবাদিক, লেখক বুদ্ধিজীবি সহ অনেকে গাছের পাখিগুলো একজনর দেখতে ভিড়জমায়। গাছের মালিক খিরত চন্দ্র রায় বলেন, গাছের পাখিগুলো কখনো চলে যায়, আবার কখনো চলে আসে।
ল বন্ধ করতে হয়। এতে কৃষকদের কিছুটা ঝামেলা পোহাতে হয়। তাই এ প্রযুক্তিটিকেই যুগ উপযোগী বলে মনে করছেন তারা।