Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ৪ মার্চ ২০১৭:  42মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ফ্যামিলি ডে নৌ-বিহার শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ নৌ-বিহারে ঢাকায় ও জেলায় কর্মরত মুন্সীগঞ্জের সাংবাদিক ও পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। শুক্রবার সকাল ৯টায় ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে এ নৌ-বিহারের উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এরপর লঞ্চযোগে মুন্সীগঞ্জ, গজারিয়া হয়ে চাঁদপুর ঘুরে সন্ধ্যা সাড়ে ৭টায় সদরঘাটে গিয়ে শেষ হয়।
দিনব্যাপী এ নৌ-বিহারের র‌্যাফেল ড্র, সঙ্গীত অনুষ্ঠানসহ নানা আয়োজন ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের উপদেষ্টা ওমর ফারুক।
এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক আরফিন মোল্লা, সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, দৈনিক মানবকণ্ঠের নির্বাহী সম্পাদক আবু বকর চৌধুরী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, কার্যকরি সদস্য আতিকুর রহমান টিপু, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, মাহাবুব আলম লিটন, সহসভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল, জাতীয় অনলাইন প্রেসক্লাব, মুন্সীগঞ্জ জেলার সভাপতি আব্দুস সালাম, সংগঠনের সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, সিনিয়র সহ-সভাপতি আরিফ সোহেল, সহ-সভাপতি নূরে জান্নাত আক্তার সীমা, যুগ্ম সম্পাদক জোবায়ের আহমেদ নবীন, সাংগঠনিক সম্পাদক আরাফাত মুন্না, কোষাধ্যক্ষ হাসান আরিফ ও দপ্তর সম্পাদক সৈকত সাদিক।