খােলা বাজার২৪।। রবিবার, ৫ মার্চ ২০১৭: “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরলে আজ রবিবার সকাল ১১ টায় মহিলা বিষযক অধিদপ্তরের আয়োজনে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত।
বিরল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় উপজেলা প্রশাসনের সামনে সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশ গ্রহন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিরল পৌর প্রশাসক এ,বি,এম রওশন কবীর, মহিলা বিষয়ক কর্মকর্তা রুণা পারভীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিবুন নাহার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন সংগঠন ও নারীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।