খােলা বাজার২৪।। রবিবার, ৫ মার্চ ২০১৭: ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল চ্যাম্পিয়ন দল পাটগ্রামের টেপুরগাড়ী বিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াররা। রবিবার সকালে লালমনিরহাট রেলস্টেশনে জেলা প্রশাসনের উদ্যোগে এ ক্ষুদে খেলোয়ারদের শুভেচ্ছা জানানো হয়।
ঢাকা থেকে আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনে করে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা লালমনিরহাট এসে পৌঁছালে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ছুটে আসেন জেলা প্রশাসন, পুলিশ ও সর্বস্থরের জনগণ।
এ সময় জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলা উদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার, পুলিশ সুপার এস. এম রশিদুল হক, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) আহসান আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। বিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেয়া হয়।