খােলা বাজার২৪।। সোমবার, ৬ মার্চ ২০১৭: ট্রাম্প যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা ব্যাপক হারে কমাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন বাজেট পরিচালক। মার্কিন সামরিক বাজেটে অর্থ সংস্থান বাড়াতে এই কাটছাট সহায়তা করবে বলে জানান বাজেট পরিচালক।
মার্কিন বাজেট পরিচালক মিক মুলভানে ফক্স নিউজকে জানিয়েছেন, বিদেশি সহায়তা তহবিল কমাতে যাচ্ছি আমরা। চলতি মাসের বাজেটেই এই প্রস্তাব দেওয়া হচ্ছে। আমরা এই অর্থ দেশে খরচ করবো।
তিনি বলেন, বিদেশি সহায়তা কমানোর ব্যাপারটি হবে নাটকীয়।
এ ব্যাপারে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএসএইড) বাজেট থেকে এই কাটছাট করা হচ্ছে।
জানা যায়, বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ৬০৩ বিলিয়ন ডলার। প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক বাজেট চলতি বছর ১০ শতাংশ বা ৫৪ বিলিয়ন ডলার বাড়ানোর ঘোষণা দিয়েছেন।