খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭: শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহে মাধ্যমিক পর্যায়ে ২০১৭ সালের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের গফরগাঁওয়ের মোঃ নূরুজ্জামান। তিনি গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
২০০৯, ২০১০ সালে গফরগাঁও উপজেলায় ও ২০১৬ তিনি ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ শিক্ষক এবং ২০০৮ সালে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছিলেন।
জানা যায়, শ্রেষ্ঠ এ শিক্ষক ২০০৫ সালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদানের মধ্যে দিয়ে শিক্ষকতা শুরু করেন। তিনি ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) ও মাস্টার্স করেন। এছাড়াও তিনি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে কৃতিত্বের সাথে বিএড ডিগ্রী অর্জন করেন। তিনি দৈনিক পত্রিকায় নানা বিষয়ে নিয়মিত লেখালেখি করেন। এ শিক্ষক নিয়মিত ডিজিটাল কন্টেন্ট তৈরি ও শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার করেন।
উপজেলা আইসিটি ট্রেনিং ও রিসোর্স সেন্টারের শিক্ষক প্রশিক্ষক তিনি। কারিকুলাম বিস্তরন ২০১২ এর মাস্টার ট্রেইনারের দায়িত্বও পালন করেন তিনি। শিক্ষক নূরুজ্জামান ১৯৮২ সালে গফরগাঁওয়ের বাসুটিয়া গ্রামে জম্মগ্রহন করেন। তার বাবা সাবেক উপসহকারি কৃষি কর্মকর্তা মুক্তিযোদ্ধা মোঃ আবদুছ ছালাম।