খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষনেই পাওয়া যায় স্বাধীনতার ঘোষণা। সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার জন্য আমাদের অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে হবে। দূর করতে হবে সকল অপশক্তি।
ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধুর ঘোষণার মধ্য দিয়ে আমরা স্বাধীনতার সবুজ সংকেত পেয়ে গিয়েছিলাম। সাম্প্রদায়িক সব অশুভ শক্তিকে পরাজিত করে বিজয়ী হব। আমরা বিজয়কে সুসংহত করব অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে।
ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ভোর ৭ টায় বঙ্গবন্ধুর ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবসটিকে ঘিরে আওয়ামী লীগের দিনভর কর্মসূচী রয়েছে।