খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭: নরসিংদী সংবাদদাতাঃ ২৫শে মার্চকে গণহত্যা দিবস স্বীকৃতির দাবীতে বাংলাদেশ সরকার ও জাতীয় সংসদের সদস্যদের প্রতি জোর দাবী জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নরসিংদী জেলা ইউনিট কমান্ড।গতকাল মঙ্গলবার নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে ২৫মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবীতে শহরে মুক্তিযোদ্ধাদের এক র্যালি অনুষ্ঠিত হয়।র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবে এসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শেষ হয়।নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার আব্দুল মোতালিব পাঠানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ডেপুটি কমান্ডার আব্দুল হেকিম,সহকারী সাংগঠনিক কমান্ডার আবুল খায়ের ভূইয়া,সাবেক কমান্ডার মোঃ হাবিবুর রহমান,মোঃ মুনছুর আহমেদ,সহকারী কমান্ডার আব্দুল আউয়াল,আবুল কাশেম,মোজাম্মেল হক ভূইয়া,আরমান মিয়া প্রমুখ। এছাড়াও একই দাবীতে নরসিংদী সদর, রায়পুরা,শিবপুর,মনোহরদী,বেলাব,পলাশ উপজেলার মুক্তিযোদ্ধাগণ অনুরুপ কর্মসূচী ঘোষণা করেন।