খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭: ঐতিহাসিক ৭মার্চ বাঙ্গালী জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা অবিস্বরণীয় গৌরবের এক অনন্য দিন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করেন। কর্মসূচীর মধ্যছিল র্যালী, আলোচনা সভা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চ ভাষণ প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান ভেলু। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাফিউল হোসেন সম্পদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মামুন, সম্পাদক ফাহিম শাহরিয়ার জিহান, উপজেলা কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন মিয়া, সম্পাদক রুমন প্রমুখ।