খােলা বাজার২৪।। বুধবার, ৮ মার্চ ২০১৭: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের বিভিন্ন স্থান থেকে মঙ্গলবার রাত ৭ টা বাজে ৩৪ বস্তা সরকারী হত দরিদ্রদের জন্য বরাদ্ধকৃত ১০টাকা কেজি দরের চাল উদ্ধার করেছে বোয়ালমারী উপজেলা প্রশাসন। এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মুন্সি মজিবর রহমান চাল ব্যবসায়ী মো. সৈয়দ আলীকে আসামী করে বোয়ালমারী থানায় বুধবার ( ০৮.০৩.১৭) এজার দিয়েছেন। ঘটনার তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার উপজেলা সদর বাজারের চাউল ব্যবসায়ী সৈয়দ আলীর দোকানের উদ্দেশ্যে ভ্যান যোগে আসার সময় নিউ মডেল স্কুলের সামনে থেকে সন্ধ্যার সময় ১১ বস্তা, ভ্যান চালকের তথ্যের ভিত্তিতে সৈয়দ আলীর দোকান থেকে ১১ বস্তা ও গণমাধ্যম কর্মীর তথ্যের ভিত্তিতে চালিনগর মাদরাসার সামনে থেকে রাত ১০টার দিকে ১২ বস্তা চাউল উপজেলা নির্বাহী অফিসার রওশন আরা পলি ও থানা পুলিশ উদ্ধার করে নিয়ে আসে।
ভ্যান চালক মোহম্মদ শেখ জানান, বোয়ালমারী ইউনিয়নের চাউলের ডিলার ও ইউনিয়ন আ’লীগের সভাপতি চালিনগর গ্রামের আ. ওয়াব তারা মোল্যার নিকট থেকে চাউলের বস্তা গুলো আনা হয়েছে। চাউল ব্যবসায়ী সৈয়দ আলীর দোকানে নিয়ে যাওয়ার জন্যে সে আমার (সৈয়দ আলী) ভ্যান ভাড়া করে।
এ ব্যাপারে ইউএনও রওশন আরা পলি জানান, আমরা মোট ৩৪ বস্তা চাল উদ্ধার করেছি। তবে এ পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এ ঘটনার সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।