খােলা বাজার২৪।। বুধবার, ৮ মার্চ ২০১৭: ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল বুধবার ‘নারী পূরুষের সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ^, কর্মে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যো আন্তর্জাতিক নারী দিবসে র্যালী,মানবন্ধন, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও র্যালী শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শংকর কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শেখ শামছুল আরেফিন, উপজেলা কৃষি অফিসার এস এস ফারহানা হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা ইঞ্জিনিয়ার তফাজ্জল হোসেন প্রমুখ।