খােলা বাজার২৪।। বুধবার, ৮ মার্চ ২০১৭: শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে বুধবার এক কর্মশালা জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল ছালাম।
তিতপল্লা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার নুরুন্নবী খন্দকার, উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, শিক্ষক রেহেনা আক্তার, সাংবাদিক মঞ্জু, রবিন মাহমুদ প্রমূখ।
অনুষ্ঠানে বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে গণজাগরণ গড়ে তোলা, মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, স্যানিটেশন ব্যবস্থা জোরদার করা, বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধকরাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।