Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

57খােলা বাজার২৪।। বুধবার, ৮ মার্চ ২০১৭: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের রুদ্রানি মাঠে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রীর অনুষ্ঠানে ফুলবাড়ী থানার ৩০ বছরের পুরনো কাভার্ড ভ্যানটি মন্ত্রীর প্রটোকলে যাওয়ার সময় চলন্ত অবস্থায় বাম দিকের চাকা খুলে গেলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান পুলিশ অফিসার ও সঙ্গীয় ফোর্স। গতকাল বুধবার ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, সকাল সাড়ে ১০টায় সঙ্গীয় ফোর্স নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড: মোস্তাফিজুর রহমান ফিজার (এমপির) প্রটোকল হিসেবে যাওয়ার সময় ২৯ বিজিবির ক্যাম্প সংলগ্ন স্থানে চলন্ত অবস্থায় তাদের গাড়ির বাম দিকের চাকা খুলে যায়। এ সময় গাড়িটি ৬০ কি.মি. বেগে চলছিল। সামনে কোন গাড়ি না থাকায় ড্রাইভার গাড়িটি নিয়ন্ত্রণে আনেন। এতে ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব, ডিএসবি রেদওয়ান,গাড়ির ড্রাইভার মোঃ ফরিদ হোসেন সহ সঙ্গীয় ফোর্সরা অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। গাড়ির ড্রাইভার মোঃ ফরিদ হোসেন জানান, দীর্ঘ ৩০ বছর আগে পুরাতন গাড়ি দিয়ে বিভিন্ন মন্ত্রীদের প্রটোকল দেওয়া হয় এবং অভিযান চালানো হয়। কয়েকবার নতুন গাড়ি প্রদানের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। নতুন গাড়ি প্রদান করা না হলে সরকারের বিভিন্ন কাজে চরম ব্যাঘাত ঘটবে। সময় মত সরকারি কাজে এই পুরাতন গাড়ি নিয়ে অভিযান চালানো সম্ভব হয় না। এদিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় আমরা সকলে প্রাণে বেঁচে গেছি। এ বিষয়টি মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীকে অবগত করা হয়েছে।