খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭:“১৮ এর আগে বিয়ে নয়” এমন শ্লোগান সজ্জিত মোম বাতি প্রজ্জলন করে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক।
বুধবার (০৮ মার্চ) সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেজনিন প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি.কে.এম এনামুল করিম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুল আলম, ব্র্যাক জেলা প্রতিনিধি চৌধুরী শরিফুর রহমান পন্নী, দৈনিক সচিত্র নোয়াখালী বার্তা সম্পাদক মোহাম্মদ সোহেল, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক মো.গোলাম শফিউল আলম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেজনিন প্রকল্পের জুনিয়র সেক্টর স্পেশালিষ্ট শিউলী দাস, কর্মসূচী সংগঠক আফছার উদ্দিন প্রমুখ।
পরে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অতিথি বৃন্দ।