খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭: নড়াইলের লোহাগড়ায় একই সাথে পুকুরের পানিতে ডুবে গিয়ে দুটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ইতনা ইউনিয়নের রাধানগর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাধানগর গ্রামের রজব আলীর শিশুপুত্র আরাফাত(৪) এবং মিরাজুলের মেয়ে ফারিয়া(৫) একই সাথে খেলা করতে বাড়ির পার্শ্ববর্তী আমির ফকিরের পুকুর পাড়ে যায়। কিন্তু অসাবধানতাবশত ওই দুটি শিশুর একটি শিশু পুকুরে পড়ে গেলে অন্য শিশু তাকে পানি থেকে টেনে তুলবার চেষ্টা করলে সেও পুকুরে পড়ে যায় বলে স্থানীয়দের ধারনা। সকাল ১০টা থেকেই ওই দুটি শিশু নিখোঁজ থাকায় বিভিন্ন স্থানে খুঁজতে থাকে তাদের পরিবারেরর সদস্যরা। দুপুর সাড়ে ১২টার দিকে ফারিয়ার লাশ পুকুরের পানিতে ভেসে উঠলে পরিবারের লোকজন পুকুরে তল্লাশী করলে আরাফাতেরও লাশ পাওয়া যায়। নিহত শিশু দুটি আপন চাচাতো ভাই-বোন।
প্রতিবেশি কুমারডাঙ্গা গ্রামের মাহামুদ, রাধানগর গ্রামের সোহেল জানান, আরাফাত ও ফারিয়ার মৃত্যুর খবর শুনে তাদের বাবা-মাও অসুস্থ হয়ে পড়েছেন। ওই দুটি পরিবারের পাশাপাশি গোটা এলাকাজুড়ে চলছে শোকের মাতম। পুকুর থেকে তোলার পর পরিবারের লোকজন দ্রুত চিকিৎসার জন্য লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরতরা বলেন, হাসপাতালে আনবার অনেক আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
– ——