Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36পদ্মায় স্পীড বোট উল্টে যাওয়ার ঘটনায় আরো এক নারীর মৃত দেহ উদ্ধারসহ এ পর্যন্ত ৩জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার বিকালে পদ্মায় স্পীড বোট উল্টে যাওয়ার ঘটনায় বাকেলা (৪০) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো দুজন নিখোঁজ রয়েছে এখনো। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দিকে লৌহজং টানিং পয়েন্টে থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত বাকেলার বাড়ি ফরিদপুর জেলার। আলফা ডাংগা এলাকায়। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে থেকেই শিমুলিয়া কাওড়াকান্দি নৌরোডে লৌহজং টানিং পয়েন্টে পুলিশ, কোষ্টগাড ও বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী জাহাজ হামজা কাজ করছে ।সকাল সাড়ে ১১টায় দিকে বাকেলা নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয় । স্পীড ডুবির ঘটনায় তাহমিনা আক্তার ও ইকবাল বাহার নামে আরো দুজন নিখোঁজ রয়েছে বলে জানান তিনি। এদিকে বুধবার বিকাল থেকেই স্পীড ডুবিতে নিখোঁজদের সন্ধানে কাজ করছে পুলিশ, কোষ্টগার্ড ও উদ্ধারকারী জাহাজ হামজা। এ নিয়ে মোট ৩ জনের লাশ এ পাওয়া গেছে।
উল্লেখ্য: বুধবার বিকেলে মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় পদ্মা নদীর লৌহজং চ্যানেলের মুখে ঝড়ের কবলে পড়ে যাএীবাহি একটি সিবোর্ট ডুবির ঘটনায় এক শিশুর লাশ উদ্বার করে নৌ-পুলিশ। পদ্মায় মাছ ধরা জেলে ও স্থানীয় নদীতীরবর্তী এলাকাবাসির সহযোগিতায় এই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত অবস্থায় উদ্বার হওয়া একজন ঢাকার মিটফোড হাসপাতালে মারা যায়। এবং এক শিশু নিখোজঁ হয় ।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিচুর রহমান জানান, বুধবার বিকেল ৪ টায় লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে একটি সিবোর্ট ১৮ জন যাত্রী নিয়ে কাওড়াকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়। মাঝ নদীতে লৌহজং চ্যানেলের মুখে প্রবল ঝড়ের কবলে পড়ে ১৮ জন যাত্রী সহ সিবোর্টটি উল্টে যায় । সন্ধ্যা সাড়ে ৭ টায় লাবিব (৮) নামের একটি শিশুর লাশ ভেসে উঠলে জেলেরা লাশটি উদ্বার করে। লাবিব শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার পুটিয়া গ্রামের হারুন হাওলাদারের ছেলে। এছাড়া আহত অবস্থায় উদ্বার হওয়া এক যাত্রী ঢাকার মিটফোড হাসপাতালে মারা যাওয়ার খবর পাওয়া যায় ডুবে যাওয়া সিবোর্টটি রাত ৮ টায় উদ্বার করা হয়েছে।