Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

66খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭:  আবার ও সক্রিয় হয়ে উঠেছে ঠাকুরগাঁও সদর হাসপাতালের দালাল চক্র।

জানা গেছে, হাসপাতালের ঢোকার গেট থেকে শুরু করে ডাক্তারদের গেটে কমপক্ষে ১০-১৫ জন দালাল সক্রিয় হয়ে কাজ করে চলেছে।এছাড়া দুই গাইনি বিভাগ ছাড়া অর্থপেডিক,মেডিসিন ও কার্ডিওলজি বিভাগ সহ প্রায় প্রতিটি বিভাগে কোন এ্যাসিসটেন্ট না থাকায়,এ সুযোগকে কাজে লাগিয়ে দালাল ও মেডিকেল রি-প্রেজেন্টিটিভ দের দৌরাত্ম চোখে পড়ার মতো।

হাসপাতালের স্বাস্থ্য শিক্ষাবিদ রুহুল আমিন জানান,দালালের বিষয়ে বলতে পারছিনা তবে রি-প্রেজেন্টেটিভ দের জন্য শনি ও মঙ্গলবার দুদিন দুপুর একটার পর ডাক্তার ভিজিটের সময় নির্ধারণ করে দেওয়া আছে।

এব্যাপারে হাসপাতাল এলাকার দায়িত্বপ্রাপ্ত ডিএসবি’র এএসআই মতিয়ার রহমান জানান,সম্প্রতি দালালের দৌরাত্ম বেড়ে যাওয়ায় হাসপাতাল চত্বরে বেড়েছে অপ্রীতিকর ঘটনা।রোগীর পরিবার নাজেহাল হবার পাশাপাশি মোবাইল,কাপড় ও ঔষুধ চুরির ঘটনাও ঘটছে প্রতিদিন।

সরেজমিনে গেলে সাংবাদিক টের পেয়ে ডাক্তারদের গেট থেকে দালালদের মূহুর্তের মধ্যে পালিয়ে যেতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের সামনের এক ঔষুধের দোকানি বলেন,বিশ-পঞ্চাশ টাকার দালালের পেছনে লেগে কি লাভ।কিন্তু ভুক্তভোগীরা জানান,বিশ-পঞ্চাশ টাকার দালালদের জন্য গলা কাটছে কিছু অসাধু ঔষধ দোকানদার।

এব্যাপারে জেলা সিভিল সার্জন ডাক্তার খয়রুল কবির জানান,হাসপাতালের বিভিন্ন বিষয়ে আমি সবার পরামর্শ নিচ্ছি।দালালদের দৌরাত্মর কথা স্বীকার করে তিনি বলেন,অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।