খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: লঙ্কানদের বিপক্ষে মুস্তাফিজের জাদু। বল হাতে কাটার ঝড় দেখালেন মুস্তাফিজ। সর্বশেষ খবরে মুস্তাফিজ ৫ ওভার বল করেছেন। লঙ্কানদের দ্বিতীয় ব্যাটিং ইনিংসে দাপট এই কাটার বয়ের।
বিশ্বাস হতেই কষ্ট হবে এটি। ৩০টি বল করে ২৯টিই ডটবল আদায় করেছেন তিনি। বিশ্বাস করা যায় এটি! এখানে মাত্র ১টি রান দিয়েছেন তিনি। কাটারের কি যন্ত্রণা সেটি লঙ্কানদের বুঝিয়ে দিয়েছেন মুস্তাফিজ।
ম্যাচের সার্বিক অবস্থা বাংলাদেশের অনুকূলে না হলেও মুস্তাফিজ কাটার ভেলকি দেখিয়ে মুগ্ধ করেছেন সবাইকে। খেলার সর্বশেষ রিপোর্টে লঙ্কানরা এরই মধ্যে ২৬৮ রানের লিড দাঁড় করিয়েছে।