খােলা বাজার২৪।। রবিবার, ১২ই মার্চ ২০১৭: শ্রীলঙ্কা সফরেই বাংলাদেশ শততম টেস্ট ম্যাচটি খেলবে। ১৫ মার্চ বুধবার কলম্বোর পিসারা ওভাল স্টেডিয়ামে ম্যাচটিতে মুখোমুখি হবে দুই দল।
এর আগে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে শততম টেস্ট ম্যাচ খেলার গৌরব অর্জন করায় উদযাপনের আয়োজন করা হয়েছে।
সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন লংকান বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা।
তিনি বলেন, বাংলাদেশের শততম টেস্টম্যাচ উপলক্ষে দুই দেশের বোর্ড সভাপতি দুই দলের খেলোয়ারদের মেডেল প্রদান করবে। সেই সঙ্গে বিশেষ নৈশভোজের আয়োজন করা হবে। প্রসঙ্গত, ২০০০ সালে ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করে বাংলাদেশ। শততম টেস্ট ম্যাচ খেলতে ১৭ বছর অপেক্ষা করতে হল টাইগার ভক্তদের।