খােলা বাজার২৪।। সোমবার, ১৩ মার্চ ২০১৭: রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কয়েকটি মাদক বিক্রির মামলা রয়েছে।
সোমবার দিবাগত রাতে মতিহার থানার জাহাজঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও চার পুলিশ সদস্য।
নিহত ব্যক্তির নাম- আফজাল হোসেন ওরফে ফয়সাল (৩২)। তিনি খোজাপুর গোরস্থান এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।
আহত পুলিশ সদস্যরা হলেন- মতিহার জোনের কমিশনার (এসি) সুশান্ত চন্দ্র রায় ও পুলিশ কনস্টেবল নাইম, ফাতেমা ও সুজন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘নিহত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কয়েকটি মাদক বিক্রির মামলা ছিল। লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে লাশ রাখা হয়েছে বলে জানান তিনি।