খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭: বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিন্জ এর সঙ্গে বৈঠক করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ।
আজ মঙ্গলবার ১৪ মার্চ বিকেল ৩ টায় গুলশানস্থ জার্মান দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এনডিএম প্রতিনিধি দলের বৈঠকে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীন গণতন্ত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার ব্যাপারে আলোচনা হয়। এনডিএম চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জার্মান সরকারের আরো সহযোগিতা প্রত্যাশা করেছেন।
বৈঠকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মহাসচিব জনাব অধ্যাপক আব্দুল্লাহ এম তাহের ও এনডিএম চেয়ারম্যানের বিশেষ সহকারি মোমিনুল আমিন উপস্থিত ছিলেন। এ সময় জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশনমি. মাইকেল সুলথেসিসও উপস্থিত ছিলেন।
জার্মান রাষ্ট্রদূত জনাব ববি হাজ্জাজের কাছে বাংলাদেশের সমৃদ্ধ গণতান্ত্রিক ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করেছেন।