খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭: মুন্সীগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশ ও মুন্সীগঞ্জ পৌরসভার যৌথ উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১৬ই মার্চ বৃহস্পতিবার বিকালে উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহনকারী দুইটি দল হল, টঙ্গীবাড়ী বনাম মুন্সীগঞ্জ পৌরসভা। টঙ্গীবাড়ী দলকে ১৬ পয়েন্টে হারিয়ে বিজয় লাভ করেন মুন্সীগঞ্জ পৌরসভা। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস।
এই স্বাধীনতা কাবাডি ফাইনাল খেলায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে, পুলিশ সুপার জায়েদুল আলম পিপি এম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাছির উদ্দিন উজ্জল, মুন্সীগঞ্জ ক্রাইম টিভির প্রকাশক সম্পাদক আব্দুস সালাম, জাতীয় সাপ্তাহিক বাংলার সাথী পত্রিকার সম্পদক আবু হানিফ রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা, সিঃ এ এসপি হেড কোয়াটার্স আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া জাহান, টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল ইসলাম পাটোয়ারী, সদর থানা অফিসার্স ইনচার্জ মোঃ ইউনুচ আলী, জেলা গোয়েন্দা শাখা ডিবি (ওসি) আবুল কালাম, সিারজদীখান থানার ওসি ইয়াদৌস হাসান, টঙ্গীবাড়ী থানার ওসি আলমগীর হোসেন, ট্রাফিক পুলিশ মুন্সীগঞ্জ সদর টি আই(প্রশাসন) শাহাদাত হোসেন, টি আই কামরুল ইসলাম বেগ, টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদুজ্জামান, পরে অতিথিগন বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।