খােলা বাজার২৪।। শুক্রবার, ১৭ মার্চ ২০১৭: নরসিংদীর মনোহরদীতে গতকাল উপজেলা প্রশাসনের উদ্যেগে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহিদ উল্লাহর সভাপত্বি এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় এমপি এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা পারভিন, পৌর মেয়র মো. আমিনুর রশিদ সুজন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু প্রিয়াশীষ রায় প্রমুখ। সভায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং কেক কাটার আয়োজন করা হয়।